বিস্তারিত: শিয়া সম্প্রদায় ও হিজবুল্লাহর অন্যতম নেতা, সংগ্রামী ও প্রভাবশালী ব্যক্তিত্ব হাসান নাসরাল্লাহের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘকাল ধরে তিনি সংগঠনটির নেতৃত্ব দিয়ে অনেক সংকটময় সময়ে তাঁদের পথপ্রদর্শক ছিলেন। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতা বহু মানুষের আশা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিল। তাঁর মৃত্যুতে শুধু একটি সংগঠনের নয়, বরং অসংখ্য মানুষের আশা-আকাঙ্ক্ষার নিভে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছে। হিজবুল্লাহর নেতৃত্ব এবং শিয়া সম্প্রদায়ের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। হাসান নাসরাল্লাহ ছিলেন এমন একজন নেতা যিনি নিজের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহু প্রতিকূল সময়ে সংগঠনকে একত্রিত রাখার চেষ্টা করেছেন।
আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার ও অনুসারীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।
Inna Lillahi wa inna ilayhi raji'un।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত