আজ ৩০ মে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম, শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের চট্টগ্রাম সার্কিট হাউসে এক সেনা অভ্যুত্থানে তিনি শহীদ হন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরিব-দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বার্তায় শহীদ জিয়ার আদর্শ ও জাতীয় রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, “শহীদ জিয়া ছিলেন স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্বভৌমত্বের প্রতীক। দেশের ক্রান্তিকালে তিনি শক্ত হাতে হাল ধরেছিলেন।”
জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের কমান্ডার ছিলেন এবং ২৬ মার্চ চট্টগ্রাম বেতার থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ১৯৭৭ সালে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দিবসটি ঘিরে সারাদেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত