মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগে মোংলা রেল ট্রেশনে আন্তঃনগর দুটি ট্রেন ঢাকা- মোংলা ও মোংলা_ ঢাকা চালুর দাবিতে মানববন্ধন করছে স্থানীয়রা
০৮ জুলাই (মঙ্গলবার )সকালে পৌর মার্কেট চত্বরে মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশ যোদ্ধা মোঃ নূর আলম শেখ'র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী,
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন'র সদস্য মোঃ এমাদুল হাওলাদার ও মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সমুদ্র বন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক এবং পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই।
অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুইটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদাণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত