রিয়াজুল হক সাগর, রংপুর:
২৫ জুলাই'২৫, শুক্রবার বিকেল ৪ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২৪০০ তম সাপ্তাহিক সাহিত্য আসর পূর্তিতে বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট কবি ও লেখক।
ছড়াকার রায়হান আহমেদ রিমন- এর উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠসহ শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মাহবুবুল ইসলাম, তৈয়বুর রহমান বাবু, একরাম হোসেন এলিজ, জাহিদ হোসেন, নাহিদা ইয়াসমিন, কামরুজ্জামান দিশারি, মাসুম মোরশেদ, রায়হান আহমেদ রিমন, আবিদ করিম মুন্না, ফারহান শাহীল লিয়ন, হাফিজ রেদোয়ান, মুরাদুজ্জামান হাবীব, বাবু মোল্লা, সূফী জাহিদ হোসেন, সালমা হোসেন পপি, শরীফ আহমেদ, জাকির আহমেদ, মিনার বসুনিয়া, সরকার বাবলু, কুশল রায়, বজলুর রশিদ, হাফিজ রেদোয়ান,কবি ও সাংবাদিক রিয়াজুল হক সাগর, শ্রাবণ রায়, মনজুরা রহমান, নাজমুল হক, সোলাইমান আলী প্রমুখ। আসরে আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার আব্দুল কুদ্দুস। সংগীত পরিবেশন করেন সূফী জাহিদ হোসেন, সালমা হোসেন পপি, সোলাইমান আলী, ও মিনার বসুনিয়া।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত