মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি:
বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের রামপালে শিশুদের সাঁতার শেখা কর্মসূচির আয়োজন করা হয়েছে
২৫ জুলাই( শুক্রবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া প্রোগ্রামের শিশু, যুব ফোরাম ও শ্রীকলস মানবকল্যাণী ইমপ্যাক্ট প্লাস ক্লাবের আয়োজনে স্থানীয় ছোট শিশুদের সাঁতার শেখানো হয় যা আগামী এক বছরে নিকটবর্তি ৪০০ এর অধিক শিশুদের সাঁতার শেখানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্লাবের সদস্যরা বলন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় এলাকার ছোট ছোট শিশুরা এখন থেকে বিনামূল্যে সাঁতার শেখার সুযোগ পাবে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপদ পরিবেশে শিশুরা সাঁতারের পাশাপাশি পানিতে নিরাপদ আচরণ, আত্মরক্ষার কৌশল ও জরুরি মুহূর্তে করণীয় সম্পর্কে ও ধারণা পাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৪ হাজার শিশু ডুবে মারা যায়, যার মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু মৃত্যুবরণ করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শ্রীকলস মানবকল্যাণী ইমপ্যাক্ট প্লাস ক্লাব এই প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছে
তারা আরো বলেন “শুধু সচেতনতা নয়, সাঁতার শেখানোই হতে পারে একটি শিশুকে পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষার প্রধান উপায়। প্রতিটি শিশুর জীবন মহা মূল্যবান। আমরা চাই তারা শিখুক কীভাবে নিজেকে রক্ষা করতে হয়।”
একই সাথে পিতামাতা ও অভিভাবকদের জন্যও জল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
একসময় সার্বিক সহযোগিতা ছিলেন ক্লাবের সদস্য আবিদ হাসান, মোঃ সাকিবুল হাসান, মোসা.ঝর্না খাতু , ফারহানা খাতুন প্রমুখ
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত