ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য মোঃ আসিফ আব্দুল্লাহ’র নিজ জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজন করা হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী, এলাকাবাসী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও গাড়ি বহর নিয়ে জমায়েত হন। আনন্দ র্যালিটি ভূরুঙ্গামারী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আসিফ আব্দুল্লাহ ভূরুঙ্গামারীর কৃতি সন্তান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর এই কৃতিত্বে এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের ঢেউ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসিফ আব্দুল্লাহ বলেন ডাকসুর মাধ্যমে আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়টুকু কাজে লাগিয়ে আমি এমন কিছু করতে চাই যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে কুড়িগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকবে আমার বিশেষ উদ্যোগ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন
ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,মেধা, নেতৃত্ব ও আদর্শের সমন্বয়ে গঠিত তরুণ নেতৃত্বই দেশের ভবিষ্যৎ। আসিফ আব্দুল্লাহ তাঁর যোগ্যতা, নেতৃত্ব ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ভূরুঙ্গামারীর গর্ব বৃদ্ধি করেছেন।”
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত