জি.আর রওনক,রাজশাহী: কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী গ্রামের ৮টি সমাজের ৫৫ জন মন্ডল সহ প্রায় ১০০০ জন নাগরিকদের উপস্থিতিতে "ওপেন হাউজ ডে ও কমিউনিটি মিটিং" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারি পুলিশ কমিশনার বোয়ালিয়া জোন অতিরিক্ত দায়িত্বে মতিহার জোন জনাব মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মাদক নির্মূল, অনলাইন জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সম্মানিত নাগরিকগণ পুলিশকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে উপস্থিত প্রধান অতিথিসহ কাটাখালি থানার পক্ষে অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্ত মাদক নির্মূলসহ অন্যান্য সকল অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের যুগোপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য জনসচেতনতা মূলক প্রোগ্রামের জন্য মাসকাটাদিঘী বাসিকে কাটাখালি থানার পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত