মো:মেহেদী হাসান মাসুদ,নীলফামারী প্রতিনিধি:
গতকাল ১২ অক্টোবর ঢাকায় আন্দোলনরত বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে নীলফামারী জলঢাকা উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারীগন লাগাতার কর্মবিরতির ঘোষনা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল জলঢাকা উপজেলা পরিষদ প্রদক্ষিন করে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সাথে সাক্ষাত করে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরপরে বিক্ষোভ মিছিলটি জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ গতকাল ঢাকায় আন্দোলন রত শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক ও বর্ররোচিত হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে আটক শিক্ষকদের নিশর্ত মুক্তি ও দায়ি পুলিশদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
আন্দোলন রত শিক্ষকগন তাদের ন্যায্য পাওনা ২০% বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা, কর্মচারিদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা প্রদান করেন।
সমাবেশে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইদার রহমান, সাধারন সম্পাদক অনিবার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত