প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের যোগদান
আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ
চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব সাইফুল ইসলাম গতকাল, ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রোববার, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা ও প্রজ্ঞার জন্য সুপরিচিত এই কর্মকর্তা ইতোপূর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, হিসেবে ফেনীতে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সাইফুল ইসলাম তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের বিভিন্ন পদে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন।
মাঠ প্রশাসনের বাইরে কেন্দ্রীয় প্রশাসনেও তাঁর গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অভিজ্ঞতা রয়েছে—তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক অ্যানালিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব সাইফুল ই.সলাম দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম জেলাকে আরও উন্নত, জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তাঁর এই যোগদানে চট্টগ্রামের প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত