জি.আর.রওনক,রাজশাহী:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা এসিডি (ACD)। সহযোগিতা করে চিলড্রেন নো বেটার (Children Know Better) প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সংলাপে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, কাজি এবং গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সংলাপে শিশু সুরক্ষায় বড় বাধা হিসেবে শিশুর যৌন শোষণ চিহ্নিত করা হয়। শিশুদের নেতৃত্বে আয়োজিত এ সংলাপে যৌন শোষণবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্কুল পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিতে শিশুদের ফোকাল পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।”
সংলাপ শেষে শিশু নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে এ্যাডভোকেসি জোরদারের আহ্বান জানান এবং সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত