মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় বিভিন্ন গ্রামে হঠাৎ বৃষ্টির সাথে বাতাসের ফলে রোপা-আমন ধানের গাছ নুয়ে পড়েছে মাটিতে। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম জাতের শাক-সবজি।
সরেজমিনে বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে হঠাৎ শুরু হয় হালকা বৃষ্টি ও সাথে বাতাস। এই বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাক-সবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের ক্ষতি হয়েছে। বাতাসে নষ্ট হয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। মাঠের পাকা রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। ফলে অনেকটাই ক্ষতিসাধন হয়েছে বলেও জানান কৃষকেরা।