মোছাঃফারজানা আফরোজ, লেখক:
দিগন্তে মিশেছে আকাশ
চোখ রেখেছি তাতে।
খবর এসেছে কত,
সারাদিনে তার রাখতে খোঁজে,
দিগন্তের পাতা পড়েছি রোজ।
দিগন্ত সংবাদে পাওয়া যায় বিশ্বের
অজানা নানা খবর।
বস্তুনিষ্ঠ সংবাদ পেতে,
দিগন্তে রাখো খোঁজ।
জনাব মোঃ আবু তালেব (সম্পাদক ও প্রকাশক) সহ
আরো আছে যারা কর্মী,
সবাইকে জানাই শ্রদ্ধা,
ভালোবাসা আর ভক্তি।
দিগন্ত ঘুচেছে মনের আঁধার
নানান খবর দিয়ে,
দিগন্তের নাম পড়ুক ছড়িয়ে,
শুভ কামনা সাথে।
গ্রাম বাংলার মানুষের হৃদয়ের কথা তুলে ধরছে অবিরাম,
আমরা আশা রাখবো অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত দিগন্ত সংবাদ এ ধারা রাখবে অবিচল।