নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা মেলা।
শনিবার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের ডিসি পর্যটন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক জনাব ইশরাত ফারহানা।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় মৃৎশিল্পীরা তাদের তৈরি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শন করেন। পাশাপাশি শীতের আগমনী উৎসবকে ঘিরে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী পিঠার স্টল বসে, যা ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ।
আয়োজনে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় শিল্পপ্রেমী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বপরিবারে অংশ নেন।
উল্লেখ্য, শুধুমাত্র আজকের জন্য ডিসি পর্যটন পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেলা ও প্রদর্শনী উপভোগ করতে পারেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও তরুণ প্রজন্মকে মৃৎশিল্প ও পিঠা সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য।