নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান,
ঠাকুরগাঁও-১ আসনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জাহিদুর রহমান জাহিদকে।
তবে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি, এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানান মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত