নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
“কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিন, বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করুন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আসন্ন ১৪ নভেম্বরের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) ঠাকুরগাঁও শহরের উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে সিপিবির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
প্রার্থীরা হলেন—
ঠাকুরগাঁও-১ আসনে: জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলী
ঠাকুরগাঁও-২ আসনে: হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন আহমেদ
ঠাকুরগাঁও-৩ আসনে: পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম
সভায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এজেন্ডা উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে জেলা, উপজেলা ও শাখা পর্যায়ে দায়িত্ব বণ্টন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম।