নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকা থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকার জাকের পার্টির নেতা লিটন আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তরিকুল ইসলাম আত্মহত্যা করেছেন।
তরিকুল ইসলামের স্থায়ী বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
রাণীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত