মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রেনের ধাক্কায় জমিরন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ৮ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে নিহত নারী হাতিবান্ধা উপজেলা সিঙ্গীমারী ইউনিয়নের ৫ নং ওয়াডের ওসমান গনির স্ত্রী। স্থানীয় সুত্রে জানা গেছে, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে জমিরন বেগম অসাবধানবসত রেললাইনের উপর চলে আসেন। তিনি প্রতিদিন সকালে হাঁততে বেড় হতেন এবং কানেও কম শুনতেন। ফলে ট্রেনে শব্দ শুনতে না পেয়ে তিনি রেললাইনে উঠে পড়েন।এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জমিরন বেগম।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত