৪র্থ দিনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।
লাঞ্চের পর বাকি ৩ উইকেট তুলে নেন তাইজুল, হাসান মুরাদ ও নাহিদ রানা। শেষ উইকেটটি পান তাইজুল ইসলাম। বাঁ-হাতি স্পিনারের টার্ন করা বলটি ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও, রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রাএজে ক্যাচ নিশ্চিত হলে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। ২৫ রান করা ম্যাকার্থিকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ৩ উইকেট শিকার করা তাইজুল।
বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে আটে নামা ব্যাটার জর্ডান নেইল ৭ চারে খেলেন ৩৮ রানের ইনিংস। একটা সময় মনে হচ্ছিল তিনিই এড়াবেন ইনিংস হার। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। হাসান মুরাদের বল ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে সাদমানের দুর্দান্ত ক্যাচে কাটা পড়েন তিনি দলীয় ২৫২ রানে। ফলে পতন হয় নবম উইকেটের। ৬০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট গেছে অভিষিক্ত মুরাদের ঝুলিতেই।
লাঞ্চের পর খেলা মাঠে ফিরলে নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তাতে সফলতার মুখও দেখে বাংলাদেশ। দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো ম্যাকব্রাইনকে বাউন্সারে বিভ্রান্ত করে শর্ট মিড উইকেটে হাসান মুরাদের ক্যাচে পরিণত করেন গতিতারকা নাহিদ। ৫২ রান করে আইরিশ এই ব্যাটার সাজঘরে ফিরলে ১৯৮ রানে অষ্টম উইকেট হারায় সফরকারীরা।
আউট হওয়ার আগে আইরিশ ইনিংসের ৪৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের টানা দুই বলে এলবিডব্লিউ থেকে বেঁচে যান অ্যান্ডি ম্যাকব্রাইন। দুইবারই আম্পায়ার আউট দিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত