জি.আর.রওনক,রাজশাহী:
“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন ঘোষণা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফয়সাল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই উপজেলা। গোদাগাড়ী হবে খেলাধুলার সূতিকাগার। আমরা চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল হক চৌধুরী, গোদাগাড়ী ডাইং পড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, পৌরসভার সচিব সারওয়ার জাহান মুকুলসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ ও চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। রোমাঞ্চকর এ খেলায় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ দল ১–০ গোলে চর আষাড়িয়াদহ দলকে পরাজিত করে।
এই টুর্নামেন্টে উপজেলার নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভাসহ মোট ১১টি দল অংশগ্রহণ করছে। ১১টি ভেনুতে ধারাবাহিকভাবে এসব খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত