মোঃ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের সহযোগিতায়
সাত বছরের সিফাত ফিরে পেয়েছে তাঁর পরিবার,১৪ নভেম্বর বেলকুচি শাহপুর বাজারে উদ্দেশ্যহীনভাবে ৭ বছরের সিফাত শিশু বাচ্চাটি ঘোরাঘুরি করছিল।শাহপুর বাজারের লোকজন
বাঁচাটিকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না,পরে স্থানীয় লোকজন বেলকুচি থানা পুলিশকে বিষয়টি জানান,বেলকুচি থানা প্রশাসনের সহযোগিতা অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে ছেলেটির নাম ঠিকানা পান,নাম মোঃ সিফাত ৭ বছর, পিতা - মোঃ রুবেল, মাতা- মোছাঃ সাথী বেগম, সাং- নন্দনপুর, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল। সিফাতের মা ও নানী বেলকুচি থানায় এসে সিফাতকে বাড়িতে নিয়ে জান।
সিফাতের মা সাথী বেগম জানান সিফাতকে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাচ্ছি না,আমাদের গ্রামে একজন জানান সিফাত বেলকুচি থানায় আছে আমরা বেলকুচি থানার ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করে আমার বুকের ধন এসিফাতে বাসায় নিয়ে যাচ্ছি,ওসি মহোদয় কে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমার বুকের ধন,বুকে ফিরিয়ে পাইলাম।
বেলকুচি থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান,
শাহপুর বাজার থেকে ফোনে জানান একটা বাঁচা শাহপুর বাজারে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছে তার নাম ঠিকানা কিছু বলতে পারে না,বাচ্চাটিকে উদ্ধার করে প্রশাসনের হেফাজতে রাখা হয়।
পরে তথ্যপ্রযুক্তি ও মানবিক সহায়তার সমন্বয়ে উদ্ধার হওয়া ৭ বছরের সিফাতকে তার পরিবারের কাছে আজ হস্তান্তর করা হলো।প্রতিটি পরিবারের বাঁচাদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত