রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:
আজ ১৬ নভেম্বর-২০২৫ খ্রি. রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। "The Role of Radio in Disaster Management " এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি বেলা ২.৩০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দ মেলা ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), কারিগরি কার্য, বাংলাদেশ বেতার ঢাকা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর।
বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক প্রকৌশলী
তাসনীম আরা আফরোজ। অনুষ্ঠানটি শুরু করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপস্থাপক, জিন্নাতুন নাহার এবং শেখ ফরিদ অভি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, শিল্পী আমেনা খাতুনসহ বেশ কিছু গুণী শিল্পী। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, তার মধ্যে ছিলেন অ্যামিটি বেতার শ্রোতা ক্লাবের মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের মো. জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবেে মো. সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাবের মো. শাহাবুল ইসলাম শাওন ও মো. দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাবের মো. তারিফ হাসান, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাবের মো. সুমন আকন্দ, "ব-দ্বীপ বাংলাদেশ" পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও "মন-তার" আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মেনহাজুল ইসলাম তারেক এবং "ব-দ্বীপ বাংলাদেশ" পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর প্রমুখ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে
মো. মাহবুবার রহমান, মো. সোহেল রানা, মো. গোলাম সারোয়ার, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল হক, নাহিদ ইসলাম, মো. মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আলিফ, হরিদাস চন্দ্র রায়, মো. জোনাইদ আহমেদ, মুহাম্মদ রফিকুল, কাণ্ডেশ্বর রায়, বিক্রম কুমার, মো. রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, মো. রাসেল মিয়া, এইচ. এম মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মো. মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, মোছা. নাবিলা আফরোজ, মো. সাইদুল ইসলাম, মো. নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, মো. সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, লিনা আকতার, মো. জয়নাল আবেদীন, মো. ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বনাথ দাস বিশু ও বিশ্বজিৎ রায় টিটুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত