ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ জোরদারকরণে "হোপ" প্রকল্পের আওতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনস -এর ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে মানবকল্যাণ পরিষদ (এমকেপি)
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের স্কুল ফ্যাসিলিটেটর মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসওদের সক্রিয় ভূমিকা নিতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিএসও সদস্য মোছাঃ রুজি ও মোহাম্মদ তরিকুল ইসলাম। তাঁরা নিজেদের এলাকার সামাজিক সমস্যা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিভিত্তিক নেতৃত্ব গঠনের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত প্রদান করেন।
সভায় বক্তারা বলেন—
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
স্থানীয় প্রশাসন, সমাজের নেতৃত্বশীল ব্যক্তি ও তরুণদের সম্পৃক্ত করতে হবে।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকার চর্চা, নিরাপদ পরিবেশ এবং সামাজিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
সমাপনী বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান মানবকল্যাণ পরিষদ জানায়, হোপ প্রকল্পের মাধ্যমে হরিপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার আদায় এবং নারী নেতৃত্ব বিকাশে ভবিষ্যতে আরও সুসংগঠিত কার্যক্রম চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত