ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫০ বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেইন পিলার ৩৮১-এর প্রায় দুই কিলোমিটার ভেতরে হরিপুর উপজেলার উদয়পুর মাহাতবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় একটি মাদক কারবারি চক্রকে আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—
রেজাউল করিম, বারসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে (৭নং আমজানখোর ইউনিয়ন)
মো. হাকিম উদ্দিন, বস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে
মোহাম্মদ আলী হোসেন, পারুয়া গ্রামের মৃত আব্দুল মসজিদের ছেলে (বড় পলাশবাড়ী ইউনিয়ন)
অভিযানে তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদেরকে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত