রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:
রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গংগাচড়া থেকে ৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. ওমর আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া থানাধীন ০৮ নং মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মো. ওমর আলী ওই এলাকার পূর্ব ভাঙ্গাগড়া গ্রামের নুরুল হক ও ওমেনা বেগমের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি’র অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গাগড়া গ্রামের জনৈক কাসেমের আম বাগানের পাশে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ওমর আলীকে তার নিজ বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ পিস এস্কাফ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এ ঘটনায় জব্দকৃত আলামত ও অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫ নভেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং- ৩২।
গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত