মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আবঃ জব্বার মান্দা থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিয়াটা গ্রামের বাসিন্দা মো. আঃ জব্বার-এর সঙ্গে তার স্বজন মো. জফের (৬০), মো.আবু তাহের (৪৯), মো. সোহরাব (৭২), মো. মোয়াজ্জেম (৪৫), মোছাঃ মাহমুদা (৪০), ও মোছাঃ বিলকিছসহ (৪৬) কয়েক জনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের মীমাংসার জন্য আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
ভুক্তভোগী আঃ জব্বার অভিযোগে উল্লেখ করেন, চলমান মামলা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষরা তার ভোগদখলীয় আরএস খতিয়ান নং-১১৯, ২১৯ এবং ১১৪-এর ভাইভাগাসহ মোট ১৯৫.৬০ ডেসিমেল জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তিনি জমিতে বাধা দিতে গেলে বিবাদীরা তাকে দলবদ্ধভাবে মারমুখী হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়।
আঃ জব্বার আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জমি দখলের এই চেষ্টা অব্যাহত থাকলে যেকোনো সময় এলাকায় বড় ধরনের মারামারি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের ও সম্পত্তির নিরাপত্তা চেয়ে নিরুপায় হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন।
অভিযুক্ত মো. জাফর বলেন, জমি দখল বা কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সত্য নয়।
এ বিষয়ে মান্দা থানার উপপরিদর্শক (এ এসআই) এরশাদ হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে তাদের মামলা রয়েছে। আমরা উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজ অবস্থানে শান্তিপূর্ণভাবে থাকার নির্দেশ দিয়েছি। যদি এরপরেও তাঁরা ভিন্ন কোনো অবস্থান নেন বা আইন ভঙ্গ করেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত