মোঃ নাহিদুজ্জামান,ডিমলা উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চে বসাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ২৭ নভেম্বর। একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ নাসিম হোসেন আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন—তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
পরদিন ২৮ নভেম্বর আল আমিনের পরিবার ডিমলা থানায় নাসিম হোসেনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়—ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মূল আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নাসিমকে আটকে রাখলেও মোঃ রাব্বী ইসলামসহ কয়েকজনের সহযোগিতায় সে পালিয়ে যায়।
এ ঘটনায় আজ ৩০ নভেম্বর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
পরে ডিমলা থানা পুলিশ মূল আসামিকে পালাতে সহায়তার অভিযোগে মোঃ রাব্বী ইসলামকে গ্রেফতার করে। পুলিশের দাবি—অতি দ্রুত মামলার মূল রহস্য উদঘাটন এবং প্রধান আসামি নাসিমকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত