উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহেব লাল রবিদাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন—মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা অফিসার কনা সরকার, রিহ্যাবিলিটেশন অফিসার আফরোজা আক্তার, এ এফ ডি’র সাদিয়া আনসারী, সহকারী সমাজসেবা অফিসার এনামুল হক সরকার, মরিয়ম চক্ষু হাসপাতালের কর্মকর্তা ফয়জুর রহমান, ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মৃত্যুঞ্জয় রায়, উলিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বিপ্লব মিয়া ও শাহানারা আক্তারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করতে সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানের অংশ হিসেবে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত