নয়ন হোসেন,নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বার্ষিক মিলন মেলা এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না। উপজেলা প্রশাসনের নির্দেশে মেলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ প্রদান করেন।
মেলাটি বাংলাদেশ–ভারত দু’দেশের সীমান্ত এলাকাবাসীর বহু বছরের সংস্কৃতি, সৌহার্দ্য ও সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর স্থানীয়ভাবে এই মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং দুই দেশের মানুষের সৌহার্দ্য বিনিময়ের পরিবেশ সৃষ্টি হতো। তবে চলতি বছর নিরাপত্তা, প্রশাসনিক বিবেচনা ও বিভিন্ন বৈধতার কারণে মেলা বন্ধ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।
ইউএনও’র প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভাতুরিয়া সীমান্তের মিলন মেলা আয়োজন স্থগিত রাখা হচ্ছে। নির্দেশনা অমান্য করে কেউ মেলাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নিরাপত্তার স্বার্থে এটি যৌক্তিক সিদ্ধান্ত; আবার কেউ বহু বছরের ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সীমান্ত এলাকার প্রবীণ বাসিন্দারা বলছেন, এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
মেলাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, বিনোদনপ্রেমী মানুষ এবং অঞ্চলের সংস্কৃতি অনুরাগীদের মধ্যে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে পুনরায় মেলা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হতে পারে।
এদিকে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভাতুরিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত