স্টাফ রিপোর্টার : শহিদুল্লাহ্ আল আজাদ
খুলনার রূপসা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়-এ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ৫ম থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আত তাহসিন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মননশীল শিক্ষা অর্জনের পরামর্শ দেন এবং সামনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সাফল্য কামনা করেন। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
আরবি শিক্ষক ক্বারি সালাহউদ্দিন ফুয়াদ,
কম্পিউটার শিক্ষক হাফেজ নুসাইব বিন শহিদুল ফরাজী,
গণিত শিক্ষক বাকি বিল্লাহ,
কুরআন শিক্ষক শেখ শহিদুল্লাহ আল আজাদ,
ইংরেজি শিক্ষিকা হাবিবা খাতুন,
সহকারী শিক্ষিকা শাম্মি, আছিয়া, মর্জিনা, মোমতাজ, শ্রাবণী, মুন্নি, এশা, ফাতেমা প্রমুখ।
উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।
— দৈনিক দিগন্ত সংবাদ
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত