কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, নাগরিক ভোগান্তি, দুর্নীতি ও অনিয়মসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানীয় বিষয় ইউএনও’র সামনে তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য ইউএনও মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
নবাগত ইউএনও মাহমুদুল হাসান বলেন,
“উলিপুরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য, পর্যবেক্ষণ ও গঠনমূলক সমালোচনা সঠিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টাতেই একটি উন্নত ও সেবামুখী উপজেলা গড়ে উঠতে পারে।”
তিনি উলিপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন এবং সামনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সাংবাদিকরা নতুন ইউএনও’র সফল কর্মজীবন ও উন্নয়নমুখী ভূমিকার জন্য শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত