উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মতিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ০৮-১২-২০২৫ সোমবার সকালে বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ অংশ নেন।
প্রয়াত আলহাজ্ব মতিউর রহমান মৃত্যুকালে প্রায় ৭৫ বছর বয়সী ছিলেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিদ্যালয় ও সমাজে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। একই সঙ্গে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা, দেশের স্বাধীনতার জন্য যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন।
জানাজা ও রাষ্ট্রীয় স্যালুট প্রদানের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণসহ উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক। এ সময় পুলিশ বাহিনীর একটি চৌকস দল জাতীয় পতাকা মোড়ানো মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদানের মধ্য দিয়ে এই বীর সন্তানকে সম্মান জানায়।
এছাড়া জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, তাঁর সহকর্মী শিক্ষক, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক এলাকার মানুষ। সবার উপস্থিতিতে জানাজার মাঠে শোকের আবহ নেমে আসে।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের সময়ও এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো।
মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, আলহাজ্ব মতিউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সত্যিকারের দেশপ্রেমিক। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজীবন সমাজ ও শিক্ষাক্ষেত্রে কাজ করে গেছেন। তাঁর মতো সৎ, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।
শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করেন সকলেই।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত