মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ইনায়েতপুর গ্রামে শত্রুতা করে এক নার্সারি ব্যবসায়ীর দুই শতাধিক আম গাছের চারা ভাঙচুর ও কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ ডিসেম্বর) গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলামের নার্সারি বাগানে এ নাশকতার ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার নার্সারিতে প্রবেশ করে সারিবদ্ধভাবে লাগানো আমের চারাগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। রোববার সকালে তিনি নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। তার দাবি, তিন থেকে চার বছর ধরে পরিচর্যা করা প্রায় ১৫০ থেকে ২০০টি চারা এভাবে নষ্ট করা হয়েছে, যার ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
দীর্ঘ ২৫ বছর ধরে নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত সিরাজুল ইসলাম অভিযোগ করেন, এর আগেও একইভাবে দু’বার তার বাগানে হামলার ঘটনা ঘটেছে একবার দিনের বেলায় এবং আরেকবার রাতের বেলায়। বারবার এমন নাশকতার কারণে তিনি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বলেন, আমার জীবিকা পুরোপুরি এই নার্সারি ব্যবসার ওপর নির্ভরশীল। বারবার এভাবে গাছ কেটে নষ্ট করায় আমি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। পাশাপাশি তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বিষয়টি আমি জেনেছি। নার্সারিটি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত