ষ্টাফ রিপোর্টারঃপরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির রংপুর বিভাগে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং দূষণমুক্ত দেশ গঠনের অঙ্গীকার নিয়ে গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।
নতুন কমিটিতে মোঃ উম্মেদ হাসান বুলবুল–কে আহবায়ক এবং মোঃ মমিনুর রহমান–কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মোট ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি রংপুর বিভাগের পরিবেশ আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
অনুমোদনপত্র হস্তান্তর অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন নবনিযুক্ত কমিটির হাতে দায়িত্ব তুলে দিয়ে বলেন—
“পরিবেশ রক্ষা আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়; এটি মানুষের জীবন, প্রকৃতি, নদী, বন এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। আমরা সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ—এই শপথে দৃঢ় থাকলেই পরিবেশ আন্দোলন সফল হবে।”
তিনি আরও বলেন “আপনারা রংপুর বিভাগের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা ছড়িয়ে দেবেন। পরিবেশ বাঁচাতে হলে মানুষকে যুক্ত করতে হবে, প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে।”
এসময় আহবায়ক মোঃ উম্মেদ হাসান বুলবুল বলেন “এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের। আমরা দলগতভাবে কাজ করব, পরিবেশ দূষণের বিরুদ্ধে সোচ্চার থাকব। বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদী রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সব ক্ষেত্রেই রংপুর বিভাগকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো।”
সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বলেন "পরিবেশ রক্ষার সংগ্রাম শুধু সংগঠনের নয় এটি মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম। আমরা মাঠপর্যায়ে কাজ বাড়াবো, নতুন স্বেচ্ছাসেবক যুক্ত করবো এবং ‘সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করব।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, রংপুর বিভাগের এই দল সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে নতুন গতি আনবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির বিশ্বাস "পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর সবাই মিলে কাজ করলে দূষণমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত