স্টাফ রিপোর্টারঃ
'প্রবাসীদের ঐক্য, সমাজের কল্যাণ' এ স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কালাগাঁও জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, ক্যাশিয়ার ছালেক আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক রুবেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রিমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান রুবেল, সহ-অর্থ সম্পাদক সাইফুর রহমান ও আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন (রাজু), সহ-সভাপতি এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন, আছির আল্লী, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু।
এসময় স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, স্থানীয় বাসিন্দা ইছহাক উদ্দিন, হাজ্বী আব্দুল জলিল, জয়নাল আবেদীন-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্রদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা, প্রবাসী পরিবার ও সন্তানদের সহযোগিতা করা, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ নানা ধর্মীয়কাজে অনুদান ও জরুরি সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত