আন্তর্জাতিক ডেস্ক:
চলতি ডিসেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, আগের মাস নভেম্বরের গড় হিসাবে ১৩ দিনে এসেছিল ১২৫ কোটি ২১ লাখ ১২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বরের ১৩ দিনে এসেছিল ১২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত