আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
ঘর বসবাসের অযোগ্য। টিনের চালে মরিচা ধরেছে। চারপাশের বেড়া ও দরজা ভাঙাচোরা। জানালা ঝুলে আছে কোনো রকম। বৃষ্টির পানি ঠেকাতে কোথাও কোথাও দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারের। শীতকালে প্রতিটি রুমে বৃষ্টির পানির মতো শিশির বিন্দু পড়ে বিছানাপত্র ও আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শীত, বর্ষা ও গ্রীষ্মে এ ঘরে বসবাস করা যায় না । তবুও জরাজীর্ন ঘরেই বসবাস করেন। এ যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র। কথা গুলো বলছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের পঞ্চাশোর্ধ রিনা বেগমের।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাঁর দুঃখ-দুর্দশার কথা জেনে অসহায় রিনা বেগমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা। রিনা বেগমের ভাঙা ঘর সংস্কারের জন্য নগদ টাকা দিয়েছে সংগঠনটি।
রবিবার দুপুরে রিনা বেগমের হাতে নগদ টাকা তুলে দেন সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, ক্যাশিয়ার ছালেক আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক রুবেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রিমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান রুবেল, সহ-অর্থ সম্পাদক সাইফুর রহমান ও আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন (রাজু), সহ-সভাপতি এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, আছির আল্লী, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু।
এসময় স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, স্থানীয় বাসিন্দা ইছহাক উদ্দিন, হাজ্বী আব্দুল জলিল, জয়নাল আবেদীন-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি যুক্ত থেকে সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু বলেন, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাঁর দুঃখ-দূর্দশার কথা শুনে তাদের বাড়িতে আমাদের লোক (স্বেচ্ছাসেবী) পাঠাই। তখন জানতে পারি আসলেই তিনি মানবেতর জীবন-যাপন করছেন। প্রতিটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমার সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় আছে এবং থাকবে। এটি আমাদের মানবিক দায়িত্ব। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত