মোঃসিরাজুল ইসলাম,সিনিয়র রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নে অবস্থিত আনোরমারী ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আতিকুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক শেখ মোঃ আব্দুল বারি।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত