প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
রক্তস্নাত বিজয়ের প্রথম প্রহর; বীর শহিদদের স্মরণে জেলা পরিষদ চট্টগ্রামের পুষ্পার্ঘ্য অর্পণ
আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
চট্টগ্রাম: বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো আজ। ঐতিহাসিক এই ক্ষণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মমতায় সিক্ত হলো চট্টগ্রামের কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
পুষ্পার্ঘ্য অর্পণের পর এক আবেগঘন পরিবেশে শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, তাফহীম কবির চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান, রুবেল দাশসহ জেলা পরিষদের অন্যান্য সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, বীর শহিদদের এই ঋণ কোনোদিনই শোধ হওয়ার নয়। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলা পরিষদ চট্টগ্রাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত