মোঃ নূরেআলম রায়হান,নিজস্ব সংবাদদাতা (ঢাকা):
রাজধানী পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান গলিতে একটি প্লাস্টিক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় আগুন লাগার খবর শুনে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।
রাজধানীর সদর দপ্তরের ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা হয়নি এবং এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সথানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকাতেও ধোঁয়ার ছোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, যাতে পাশ্ববর্তী স্থাপনা ও মানুষ নিরাপদে থাকতে পারে।
এমতাবস্থায় ফায়ার সার্ভিসের তৎপরতা এবং স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগুনের প্রকৃত কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি
ফায়ার সার্ভিসের ডিউটি অফিস আশেপাশে ঘনবসতিপূর্ণ জনসাধারণ কে নিরাপদে ও ঝুঁকিপূর্ণ এলাকা হতে সরে যেতে মাইকিং করেন এবং সর্বসাধারণকে সর্তক থাকার জন্য আহ্বান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত