কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার উনচিপ্রাংয়ে শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধনী খেলা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জননেতা জনাব জুনায়েদ আলী চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন,
“যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।”
তিনি আরও বলেন,
“এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সমাজ গঠনে তারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, বিএনপির সিনিয়র সদস্য এনায়েত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনী খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আয়োজকদের এই সুন্দর, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং টুর্ণামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত