কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট পরিবহনের সময় ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি নৌযানসহ সিমেন্টের বড় চালান জব্দ করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি নৌযান তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মায়ানমারে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় নৌযানে থাকা ৮ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয় একটি পাচারচক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পাচারকৃত সিমেন্ট স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে সমুদ্রপথে মায়ানমারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “উপকূলীয় ও সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত সিমেন্ট ও নৌযান আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হবে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত