কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে হাতপাখা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম।
রবিবার ২১-১২-২০২৫ইং সাঘাটা নির্বাচন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এ্যাডভোকেট আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাঘাটা-ফুলছড়ি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছি। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামবেন।
মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ৩৩ গাইবান্ধা-৫ আসনটি সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে প্রার্থীদের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত