কে এম জহুরুল হক জনি,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের মাটি ও মানুষের নেতা এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু বলেন, “গাইবান্ধা–৫ আসনের উন্নয়ন, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি দীর্ঘদিন ধরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু গাইবান্ধা–৫ আসনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত