মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে আশুলিয়া স্মার্ট, আশুলিয়া ক্লাসিক ও আব্দুল্লাহপুর–নবীনগর পরিবহনসহ একাধিক লোকাল পরিবহন। অভিযোগ উঠেছে, এসব পরিবহনের বড় একটি অংশ লাইসেন্স ও ফিটনেস ছাড়াই সড়কে চলাচল করছে, যা যাত্রী ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনই নবীনগর–চন্দ্রা মহাসড়ক, বাইপাইল, জামগড়া, জিরাবো, পলাশবাড়ীসহ আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করছে। নির্ধারিত স্টপেজ মানা হচ্ছে না, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, আবার অনেক যানবাহনের মেয়াদোত্তীর্ণ বা একেবারেই নেই ফিটনেস সনদ। তবুও দিনের পর দিন এসব যান নির্বিঘ্নে চলাচল করছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিআরটিএ ও ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান, লাইসেন্স ও ফিটনেস যাচাই এবং অনিয়মকারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে আশুলিয়ার সড়কে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত