কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গরু ব্যবসায়ী খোকা মিয়া (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোররাতে কয়েকজন দুর্বৃত্ত খোকা মিয়ার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। ডাক শুনে তিনি ঘর থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমে একই এলাকার বাসিন্দা দুলাল মাঝি (৪৫)-কে প্রাথমিকভাবে আটক করে। পরে ধারাবাহিক তদন্ত, প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ ও মহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন,
“এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে আরও আসামি গ্রেফতার করা হবে।”
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত