মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে
সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।
২৪শে ডিসেম্বর ২০২৫ ইং বুধবার মানিকগঞ্জ শহরে খালপার শহীদ রফিক চত্বরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সকাল
১১টায় এই কর্মসূচির আয়োজন করে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ ।
মানববন্ধনে অংশগ্রহণ করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
বক্তারা মানববন্ধনে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা, মত প্রকাশের অধিকার সাংবাদিকতার
পথে বড় বাধা , অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যম অফিসে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত