মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা ঘিওর হার্ট সংলগ্ন কুস্তা বন্দর ও কুস্তা গ্রামের মাঝখানে দিয়ে বয়ে চলা ইছামতির শাখা নদীর উপরে অবস্থিত ঝুঁকিপূর্ণ এই ব্রিজ। যেন দেখার কেউ নেই। প্রায়ই প্রতিনিয়ত চলছে ছোট-বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় স্কুল, কলেজ, মাদ্রাসা, সহ ছোট-বড় বৃদ্ধ বয়সের সাধারণ জনসাধারণ। অর্ধেক বাঁশের ভিতরে পা আটকে পড়ছে অনেকের এবং প্রতিবছরই বর্ষা এলে প্রবল স্রোতে ভেঙ্গে পড়ে বাঁশের সাঁকোটি। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহায়তায় তৈরি করা হয় এই সাঁকোটি।
বাংলাদেশের নামকরা অন্যতম বৃহত্তর ঘিওর হাট সংলগ্ন এই ব্রিজ। প্রায়ই এক যুগেরও বেশি সময় আগে বর্ষায় প্রবল স্রোতে ভেঙ্গে পড়ে ব্রিজটির অর্ধেক অংশ। বাকি অংশটুকু কোন রকম দাঁড়িয়ে আছে ভাঙ্গাচড়া অবস্থায় তার সাথে জোড়া তালি দিয়ে চলাচল করছে, কুস্তা গ্রাম সহ নারচি,পারমাস্তুল, চমস্তল, বিনোদপুর, খলশি,জিয়ানপুর, সহ বেশ কয়েকটি ইউনিয়নের জনসাধারণ।
কুস্তা গ্রামের মোঃমাসুম মিয়া বয়স (৫০) বলেন আমরা প্রায় প্রতিদিনই দেখি এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শুকনা মৌসুমে এখান দিয়া যারা চলাচল করে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর একটা স্থায়ী সমাধান হোক।
এলাকাবাসীরা বলেন এই ব্রিজ আমাদের প্রাণের দাবী। অনেকেই প্রতিশ্রুতি দেয় ব্রিজ করে দেবে। কিন্তু আমরা আর আশ্বাস চাই না আমরা এর একটা বাস্তবায়ন চাই। আমরা প্রশাসনের কাছে উদার্থ আহ্বান জানাই এখানে একটি পাকা ব্রিজ করা হোক।যেন আমরা নিরাপদে চলাচল করতে পারি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত