মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোল সীমান্তে পোর্ট থানার পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ্য উইন কেরেক্স সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিবুর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রমজান আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে মাদকসদৃশ ১৩ বোতল ভারতীয় উইন কেরেক্স সিরাপ এবং ৬ বোতল ভারতীয় কফরিলিফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত