মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ শহরে পৌরসভাধীন পশ্চিম দাশড়া পটল বিল, সিদ্দিক নগর বিশ্ব ইস্তেমা দ্বিতীয় দিন চলছে আজ। বিশ্ব ইস্তেমায় জুম্মা বারে উপস্থিত মুসল্লীদের এবং দেশবাসীর জন্য জুম্মার নামাজে হাজারো মুসল্লিদের এবং দেশবাসীর জন্য দোয়া করা হয় ।
মানিকগঞ্জে বিশ্ব ইস্তেমায় দোয়া পরিচালনা করেন
মাওলানা ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম সিদ্দিকী।
২৬শে ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার জুম্মার নামাজের
পর মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমার মোনাজাত। গত ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়েছে মানিকগঞ্জ পশ্চিম দাশড়া পটল বিল সিদ্দিক নগর বিশ্ব ইস্তেমার প্রথম দিন। এই উপলক্ষে মানিকগঞ্জে বিশ্ব ইস্তেমার তৃতীয় দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার মাহফিল ।
প্রতিবছরের মত এই বছর ৬৪ জেলা থেকে আসা লাখো মুসল্লির ঢল নামে পটল বিলে বিশ্ব ইস্তেমায়। দেশ বিদেশের লাখো লাখো মুসল্লিরা মহান আল্লাহ এবং নবীর প্রতি লাখো লাখো শুকরিয়া আদায়ের এবং দেশ ও জনগণের দীর্ঘায়ু কামনার জন্য বিশ্ব ইস্তেমায় নারী-পুরুষ, ইস্তেমার মুরিদানসহ জুম্মার নামাজে হাজির হন,মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (স:) এর সান্নিধ্য লাভের জন্য।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত