কেএম জহুরুল জনি, ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) এর বাস্তবায়নে,আয়বৃদ্ধিমূলক কর্মসূচি আওতায় ছাগল পালন বিষয়ে উপকারভোগীদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) এর আয়োজনে সংস্থার নিজস্ব হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ফুলছড়ি, গাইবান্ধা এবং মো. মোস্তাকিম, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ)। তারা ছাগল পালন পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) এর নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক জনি, প্রকল্প সমন্বয়কারী মোছা: লাভলী ইয়াসমিন, ফিল্ড সুপারভাইজার শ্রীমতী মালতি রানীসহ সংশ্লিষ্ট সকল উপকারভোগী।
বক্তারা বলেন, ছাগল পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় আয়বৃদ্ধিমূলক কার্যক্রম। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আর্থিক স্বচ্ছলতা অর্জনে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত